ঢাকা, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

ঢামেক হাসপাতালে আইজিপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
ঢামেক হাসপাতালে আইজিপি ছবি : দীপু মালাকার / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: হোসেনী দালানের পাশে গ্রেনেড হামলায় আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
 
শনিবার (২৪ অক্টোবর) সকাল ৯টা ৫ মিনিটে তিনি সেখানে যান।



এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢামেক হাসপাতাল পরিদর্শন শেষে আইজিপি বোমা হামলার স্থান পরিদর্শন করবেন বলে জানা গেছে।  
 
শুক্রবার (২৩ অক্টোবর) রাত ২টার দিকে রাজধানীর পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের হোসেনী দালানের পাশে আশুরার মিছিলে চারটি বোমা হামলায় অর্ধশতাধিক আহত হয়েছেন।
   
এ ঘটনায় সানজু নামে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বোমা বিস্ফোরণের ঘটনায় আশঙ্কাজনক রয়েছেন অনেকে।
 
বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫/আপডেটেড: ০৯১৩
এনএ/এফবি/এসএম/এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।