ঢাকা: ইন্টারনেটের অপব্যবহারের শিকার হয়ে সারা বিশ্বে প্রতি বছর ৭০০ মানুষ আত্মহত্যা করছে বলে জানিয়েছে কয়েকটি সংগঠন।
শনিবার (২৪ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে ১৭টি সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, খুব দ্রুত ইন্টারনেটের ব্যবহার বাড়ছে। সব শ্রেণি-পেশা ও বয়সের মানুষ ইন্টারনেট ব্যবহার করছেন। এর অপব্যবহারের কারণে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটছে।
যে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয় মানবন্ধনে। ছেলে-মেয়েরা ইন্টারনেটের ব্যবহার কীভাবে করছে, তারা কোনো অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে কি না, তাদের মানসিক সুস্থতা ঠিক থাকছে কি না- এসব বিষয় খুব সর্তকতার সঙ্গে নজরদারি করতে পরিবারগুলোকে পরামর্শ দেওয়া হয় মানববন্ধন থেকে।
মানববন্ধনে অংশগ্রহণকারী সংগঠনগুলো হলো- এসিএলএবি, এএফএফএএইচআরডি, আপন ফাউন্ডেশন, অ্যাসোসিয়েশন ফর ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওর্য়াক, ডেমোক্রেসি ওয়াচ, দূরবীন, ইএকেওকে, হিউম্যান এইড বাংলাদেশ, এলইইডিও, হাউজ অব ভল্যান্টিয়ার্স, নভেল অর্গানাইজেশন, অভিযাত্রীক ফাউন্ডেশন, পিডিএফ, সেবা বাংলাদেশ ফাউন্ডেশন, সারব দি পিপল, সহায় ও এসএলওপিবি বাংলাদেশ।
বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
এমইউএম/এমজেএফ