যশোর: যশোরে বাস খাদে পড়ে নাজিম উদ্দিন (৪৮) নামে এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন।
শনিবার (২৪ অক্টোবর) সকালে সদর উপজেলার ফতেপুর দক্ষিণপাড়া দীঘিরপাড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজিম উদ্দিন টাঙ্গাইল জেলার কালিহাতী থানাধীন শাড়াইল গ্রামের সোনা মিয়ার ছেলে।
আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আককাস আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, যশোরগামী বাসটি সদর উপজেলার ফতেপুর দক্ষিণপাড়া দীঘিরপাড় এলাকায় পৌঁছালে অ্যাকসেলেটর ভেঙে বাসটি পাশের খাদে পড়ে যায়। এ সময় কাপড় ব্যবসায়ী নাজিম ঘটনাস্থলেই মারা যান।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
এমজেড