ঢাকা: রাজধানীর পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের হোসেনী দালানের পাশে আশুরার মিছিলে বোমা হামলা ঘটনার নিন্দা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডব্লিউ গিবসন।
শনিবার (২৪ অক্টোবর) সকালে এক টুইট বার্তায় তিনি এ নিন্দা জানান।
টুইট বার্তায় গিবসন বলেন, ‘শিয়া সম্প্রদায়ের আশুরার মিছিলে হামলার ঘটনা সন্ত্রাসী কর্মকাণ্ড। এ ধরনের সন্ত্রাসী কার্যকলাপ কোনভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি এ ঘটনায় নিহতের পরিবার ও আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত ২টার দিকে রাজধানীর পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের হোসেনী দালানের পাশে আশুরার মিছিলে শক্তিশালী চারটি বোমা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় একজন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন।
বাংলাদেশ সময়:১৪০২ ঘণ্টা, ২৪ অক্টোবর, ২০১৫
জেপি/জেডএফ/আরআই