গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে ইটবোঝাই ট্রাক্টরের নিচে চাপা পড়ে এর হেলপার আব্দুল গণির (৪০) মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার সরকার ফিলিং স্টেশন এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আব্দুল গণি জেলার গোবিন্দগঞ্জ উপজেলার তাজপুর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে ভাই-ভাই পরিবহন নামে ইটবোঝাই একটি ট্রাক্টর গোবিন্দগঞ্জ থেকে পলাশবাড়ীতে যাচ্ছিলো। ট্রাক্টরটি পলাশবাড়ী উপজেলা সদরের বৈরী হরিণমারী গ্রামের সরকার ফিলিং স্টেশন এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাককে সাইড দিতে গিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।
এ সময় ট্রাক্টরের উপরে থাকা হেলপার আব্দুল গণি ছিটকে ট্রাক্টরের নিচে পড়ে যান। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক্টরটি উদ্ধারের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
এমজেড