রাজশাহী: রাজশাহী মহানগরীর সাহেব বাজার এলাকার সূর্যমুখী আবাসিক হোটেল থেকে আফজাল হোসেন (৫২) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে খবর পেয়ে বোয়ালিয়া থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
বোয়ালিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, শুক্রবার (২৩ অক্টোবর) ব্যবসার কাজে রাজশাহী শহরে আসেন ওই ব্যক্তি। রাত ৮টার দিকে সূর্যমূখী আবাসিক হোটেলের একটি কক্ষ ভাড়া নেন। সেখানে রাতে থাকেন। শনিবার সকালে আফজাল হোসেনের কক্ষে গিয়ে হোটেল বয় তাকে ডাকা-ডাকি করেন। কিন্তু কক্ষের ভেতর থেকে কোনো সাড়া-শব্দ না পেয়ে সন্দেহ হয়। পরে জানালার ফাঁক দিয়ে দেখেন বিছানার ওপর তার মরদেহ পড়ে আছে।
এ সময় বোয়ালিয়া থানায় খবর দেওয়া হলে পুলিশ সূর্যমুখী হোটেলে গিয়ে দরজা ভেঙে আফজাল হোসেনের মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল রিপোর্ট তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এসআই নজরুল ইসলাম আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আফজাল হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত এ ব্যাপারে নিশ্চিত হয়ে কিছু বলা যাবে না। এ নিয়ে একটি অপমৃত্যুর মামলা হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
এসএস/আইএ