ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

দুর্গাপুরে দম্পতি হত্যায় নারীসহ আটক ৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
দুর্গাপুরে দম্পতি হত্যায় নারীসহ আটক ৭

নেত্রকোনা: নেত্রকোনা দুর্গাপুর উপজেলায় অরুণ সাহা-হেনা সাহা দম্পতি হত্যার ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়।

শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান প্রাং আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

আটকরা হলেন- ঝন্টু চন্দ্র দাস, রিপন সাহা, শাহেদ আলী, কাঞ্চন, জসিম, অশেষ ও শান্তির মা।

অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান প্রাং বাংলানিউজকে বলেন, আটকদের মধ্যে ছয়জন নিহত দম্পতির ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী ও শান্তির মা গৃহপরিচারিকা ছিলেন। হত্যাকাণ্ডের দুই মাস আগে শান্তির মা ওই বাড়িতে কাজ ছেড়ে দেন বলে জানা গেছে।

হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি জানিয়ে তিনি আরও বলেন, পারিবারিক সিদ্ধান্তের পর থানায় মামলা দায়ের করা হবে।

শুক্রবার (২৩ অক্টোবর) উপজেলার মধ্যবাজার এলাকার নিজ বাসার তৃতীয়তলার একটি ঘর থেকে ওই দম্পতির গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। কি কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। নিহত অরুণ সাহা উপজেলা পৌর শহরের সুর্বণা বস্ত্রালয়ের স্বত্ত্বাধিকারী।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।