ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

বসতঘরে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
বসতঘরে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু

বাগেরহাট: বাগেরহাটের কচুয়া উপজেলায় বসতঘরের নিচে চাপা পড়ে কণিকা অধিকারী (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় ওই পরিবারের আরো এক নারী সদস্য আহত হয়েছেন।



শনিবার (২৪ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে উপজেলার ছোট আন্ধারমানিক গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কণিকা অধিকারী ছোট আন্ধারমানিক গ্রামের মিহির অধিকারীর স্ত্রী।

আহত নারী হলেন সাধনা মৃধা (৩৫)। তিনি নিহতের মামা শ্বশুর রঞ্জন মৃধার স্ত্রী। তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শমসের আলী বাংলানিউজকে জানান, সকালে বাড়ির বারান্দায় বসে নাড়ু তৈরি করছিলেন তারা। এ সময় পাশে থাকা একটি নারকেল গাছ ঘরের উপর পড়লে ঘর ভেঙে নিচে চাপা পড়ে তারা আহত হন।

উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে গৃহবধূ কণিকা অধিকারীর মৃত্যু হয় বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।