গাজীপুর: টঙ্গীতে মালবাহী ট্রেনের ধাক্কায় মিলন মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শনিবার (২৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে টঙ্গীর বউবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিলন মিয়া নরসিংদী জেলার ভৈরবের মানিকদী এলাকার মৃত ওসমান গণির ছেলে। তিনি টঙ্গীর বউবাজার এলাকায় ফারুক হোসেনের বাড়িতে ভাড়া থেকে দিনমজুরের কাজ করতেন।
টঙ্গী রেলওয়ে জংশন ফাঁড়ির ইনচার্জ (এসআই) আলাউদ্দিন জানান, বউবাজার এলাকায় রেললাইনের গা ঘেঁষে গরুর খাবারের জন্য ঘাস কাটছিলেন মিলন মিয়া। হঠাৎ মালবাহী ট্রেন আসতে দেখে তিনি সরে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুপুর দেড়টার দিকে মিলন মিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান আলাউদ্দিন।
বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘন্টা, অক্টোবর ২৪, ২০১৫
আরএইচ