ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

শ্রীমঙ্গলে বিদ্যুৎ লাইনের চোরাই তারসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
শ্রীমঙ্গলে বিদ্যুৎ লাইনের চোরাই তারসহ আটক ৩ ছবি: প্রতীকী

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বিদ্যুৎ লাইনের চোরাই তারসহ তিন জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।  
 
শুক্রবার (২৩ অক্টোবর) রাতে শ্রীমঙ্গল শাহী ঈদগাহের সামনে থেকে তাদের আটক করা হয়।


 
আটকরা হলেন- মফিজ উদ্দিন (৫৫), রিপন মিয়া (২২) ও সজিব হোসেন (২০)। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
 
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের শাহী ঈদগাহের সামনে একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালানো হয়। এ সময় এক বস্তা নতুন বৈদ্যুতিক তামার তার (২৬০ কেজি), চার বস্তা পুরাতন তামার তার (৪৪০ কেজি), দুই বস্তা নতুন সাদা তামার তার (৮০ কেজি), পাঁচ বস্তা পিতলের ভাংড়ি (৪২০ কেজি) উদ্ধার করা হয়।
 
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মফিজ উদ্দিন, রিপন মিয়া ও সজিব হোসেনকে আটক করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।