ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে শ্রমিক নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
জয়পুরহাটে শ্রমিক নেতা গ্রেফতার

জয়পুরহাট: জয়পুরহাটে একাধিক মামলার আসামি শ্রমিক নেতা গোলাম মর্তুজা শিপলুকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
 
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান।


 
এর আগে, ভোরে শান্তিনগরের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
শিপলু জয়পুরহাট পৌরসভার শান্তিনগর মহল্লার বাসিন্দা। তিনি জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সড়ক সম্পাদক।
 
ডিবির ওসি মাহফুজুর রহমান জানান, চলতি বছরের ২২ ফেব্রুয়ারি জয়পুরহাট শহরের মুক্তমঞ্চে চলা ১৪ দলের শান্তি সমাবেশে ককটেল বিস্ফোরণের মামলায় তিনি এজহারভুক্ত আসামি।  
 
এছাড়া, তার বিরুদ্ধে একাধিক নাশকতার অভিযোগ রয়েছে বলে জানান ওসি।
 
বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।