ধামরাই (ঢাকা): ধামরাইয়ে বংশী নদী থেকে অজ্ঞাত পরিচয়ে একব্যক্তির অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) সকালে সাভারের নদীর বক্তারপুর মাঝিপাড়া ঘাট থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বংশী নদীর মাঝিপাড়া ঘাটে মৃতদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনাটি সম্পর্কে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক বাংলানিউজকে জানান, উদ্ধার হওয়া মরদেহের প্রায় বেশির ভাগই পচে গেছে। নাম-পরিচয় জানা যায়নি।
ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে কেউ তাকে হত্যা করে মরদেহ নদীতে ফেলে।
এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলভে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
এসএন/এমএ/