ঢাকা: রাজধানীর ইসলামপুর এলাকায় নুরুজ্জামান (২৮) নামে এক যুবককে শ্বাসরোধ করে হত্যার পর ১১তলা থেকে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (২৪ অক্টোবর) সকালে ইসলামপুর রোডের ১২ নম্বর ভবনে এ ঘটনা ঘটে।
কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) দেলওয়ার হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, নুরুজ্জামান নামে ওই যুবক ভবনটির ১১তলায় দর্জির কাজ করতো বলে জানা গেছে।
তার গলায় দাগ থেকে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধের পরে মৃত্যু নিশ্চিত করতে তাকে ১১তলা থেকে ফেলে দেয় দুর্বৃত্তরা।
মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে (মিডফোর্ড) পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
এজেডএস/এটি