ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় প্রবাসীর বাড়িতে লুট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
আশুলিয়ায় প্রবাসীর বাড়িতে লুট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আশুলিয়া (ঢাকা): আশুলিয়ায় এক প্রবাসীর বাড়ি থেকে স্বর্ণালংকারসহ নগট টাকা লুট করে নিয়ে গেছে র্দুবৃত্তরা।

শুক্রবার (২৪ অক্টোবর) দিনগত রাতে আশুলিয়ার পূর্ব ধনীয়া এলাকায় সৌদি প্রবাসী আনসার আলীর বাড়িতে এ লুটের ঘটনা ঘটে।



আনসার আলীর স্ত্রী সুমি আক্তার জানান, দুর্বত্তরা বাড়ির গেট ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ছয় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন কাদির এ বিষয়ে বাংলানিউজকে জানান, আনসার আলীর শ্বশুর সাইফুল ইসলাম এ ব্যাপারে একটি মৌখিক অভিযোগ করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা পূর্বপরিকল্পিতভাবে লুটের ঘটনাটি ঘটিয়েছে। লিখিত অভিযোগ দায়ের করা হলে তার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।