ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

শেষ হলো প্রীতিডোর সংঘের শারদীয় দুর্গোৎসব

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
শেষ হলো প্রীতিডোর সংঘের শারদীয় দুর্গোৎসব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো প্রীতিডোর সংঘের এবারের শারদীয় দুর্গোৎসব।

শুক্রবার (২৩ অক্টোবর) সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ভূঞাগাঁতী গ্রামে ফুলজোর নদীতে এ বিসর্জন দেওয়া হয়।



‘সততা আমাদের শক্তি, সমাজ গঠন আমাদের অঙ্গীকার’- এই মুলমন্ত্রকে বুকে ধারণ করে ছয় বছর আগে যাত্রা শুরু হয় প্রীতিডোর সংঘের। এরপর থেকে প্রতি বছরই বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সংঘটি শারদীয় দুর্গোৎসবের আয়োজন করে আসছে। এরই ধারায় চলতি বছরও দুর্গা পূজার আয়োজন করে এর সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।