ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

রাজশাহী নিউমার্কেট ঘেঁষা অস্থায়ী দোকান উচ্ছেদ সোমবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
রাজশাহী নিউমার্কেট ঘেঁষা অস্থায়ী দোকান উচ্ছেদ সোমবার

রাজশাহী: রাজশাহী নিউমার্কেটের বাইরের দেয়াল ঘেঁষে গড়ে ওঠা অস্থায়ী দোকান উচ্ছেদ কার্যক্রম সোমবার  শুরু করা হবে।

সোমবার (২৬ অক্টোবর) সকালে দোকান উচ্ছেদের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে।



এজন্য রাজশাহী সিটি করপোরশনের পক্ষ থেকে ম্যাজিস্ট্রেট এবং পুলিশের ব্যবস্থা করা হয়েছে বলে রোববার (২৫ অক্টোবর) জানিয়েছেন করপোরেশনের সম্পত্তি বিষয়ক কর্মকর্তা মঞ্জুর রহমান জন।

তিনি বলেন, ইতোমধ্যে চূড়ান্ত উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে। গত দুই দিন থেকে দোকান উচ্ছেদের বিষয়টি জানিয়ে শনিবার এবং রোববার মাইকিং করাও হয়েছে।

সাবেক মেয়র এইচএম খায়রুজ্জামান লিটনের উদ্যোগে ২০০৯ সালে শুরু হয় দারুচিনি প্লাজার কাজ। অন্য চারটি প্রকল্পের সঙ্গে তৈরি হচ্ছে এ মার্কেটটি।

নিউমার্কেট কাঁচা বাজারের জায়গায় নির্মিত হচ্ছে নয়তলা মার্কেটটি। মার্কেট নির্মাণের সময় যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাদের সবাইকে নিউমার্কেটের দেয়াল ঘেঁষে টিনসেড দোকান তৈরি করে দিয়ে সাময়িকভাবে পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল।

বর্তমানে মাত্র চারজন ক্ষতিগ্রস্ত নিজ দোকানে ব্যবসা করছেন। বাকিদের দোকান বেদখল হয়ে গেছে। দোকানগুলোর দখলদার চক্র এগুলো রক্ষায় নানামুখী তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। এমনকি এসব দোকান থেকে কোনো ভাড়াও পায় না সিটি করপোরেশন।

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এসএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।