ঢাকা, সোমবার, ১৯ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

কসবা সীমান্তে ভারতীয় শাড়ি জব্দ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
কসবা সীমান্তে ভারতীয় শাড়ি জব্দ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চন্ডিদার সীমান্ত এলাকা থেকে ৪৫ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি সদস্যরা।

মঙ্গলবার (অক্টোবর) বেলা ১১টার দিকে শাড়িগুলো জব্দ করা হয়।

তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বিজিবি ১২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চন্ডিদার বিজিবি ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় ৪৫ পিস ভারতীয় শাড়ি জব্দ করে তারা। তবে পাচারকারীরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

জব্দকৃত শাড়ির আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ২৫ হাজার টাকা বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।