আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চন্ডিদার সীমান্ত এলাকা থেকে ৪৫ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
মঙ্গলবার (অক্টোবর) বেলা ১১টার দিকে শাড়িগুলো জব্দ করা হয়।
বিজিবি ১২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চন্ডিদার বিজিবি ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় ৪৫ পিস ভারতীয় শাড়ি জব্দ করে তারা। তবে পাচারকারীরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
জব্দকৃত শাড়ির আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ২৫ হাজার টাকা বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
আরএম