সাভার (ঢাকা): সাভারে একটি পোশাক কারখানা ও শোরুমের নগদ টাকাসহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল লুট করেছে ডাকাতদল।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সাভারের রাজফুলবাড়িয়ার ডেলিগেট পোশাক কারখানা ও আবীর ইলেক্ট্রনিক্সে এ লুটের ঘটনা ঘটে।
কারখানা কর্তৃপক্ষ জানায়, রাত ৩টার দিকে ৩০-৩৫জনের একদল সশস্ত্র ডাকাত কারখানার প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকে নিরাপত্তা প্রহরীদের হাত-পা বেঁধে মারধর করে। এসময় তারা কারখানার মেডিকেল সেন্টারে থাকা নগদ ১০ লাখ টাকা এবং ১৫ লাখ টাকা মূল্যের বেশ কিছু মূল্যবান মালামাল লুট করে।
এদিকে রাজফুলবাড়ীয়া সংলগ্ন শোভাপুরে আবীর ইলেক্ট্রনিক্সের শোরুমে ঢুকে নগদ টাকাসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুটে নেয়।
বিষয়টি জানিয়ে সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বাংলানিউজকে বলেন, খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে।
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
এএ