ঢাকা, সোমবার, ১৯ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

স্টার্টআপ উদ্যোক্তাদের কাজের সুযোগ গ্রামীণফোনে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
স্টার্টআপ উদ্যোক্তাদের কাজের সুযোগ গ্রামীণফোনে ছবি:কাশেম হারুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশে তথ্য-প্রযুক্তি (আইসিটি) খাতে স্টার্টআপ উদ্যোক্তাদের স্বাচ্ছন্দে পথচলা এবং তাদের আইডিয়াগুলো নিয়ে কাজ করার সুযোগ দিতে নতুন কর্মসূচি শুরু করেছে গ্রামীণফোন।

‘জিপি অ্যাক্সেলেরেটর’ নামে এ কর্মসূচিতে সহযোগিতা করবে এসডি এশিয়া।



মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
বাংলাদেশে প্রযুক্তি বিষয়ক নতুন উদ্যোক্তাদের জন্য বাজার তৈরিতে কাজ করছে এসডি এশিয়া।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রামীণফোন ও এসডি এশিয়া সম্ভাবনাময় স্টার্টআপ নির্বাচন করে তাদের সব বিষয়ে পরামর্শ এবং তাদের ব্যবসাকে গতিশীল করার জন্য আর্থিক সহায়তা দেবে। প্রযুক্তি ও মোবাইল যোগাযোগকেন্দ্রিক স্টার্টআপের আইডিয়াগুলো বাস্তব জীবনে কাজে লাগে এমন সমাধান তৈরি করবে।

এ কর্মসূচি দেশের আইসিটি খাতের স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোর জন্য উন্নয়ন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
গ্রামীণফোন ও এসডি এশিয়ার মধ্যে এর আগে একটি আনুষ্ঠানিক চুক্তি সই হয়।
 
চুক্তির অধীনে চার মাসের দুটি সেশন অনুষ্ঠিত হবে, যার প্রথমটি অনুষ্ঠিত হবে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে। দ্বিতীয় সেশনটি অনুষ্ঠিত হবে ওই বছরের জুন মাসে। প্রতিটি সেশনে নিবার্চন প্রক্রিয়ার মাধ্যমে ৫টি প্রকল্পকে নেওয়া হবে। প্রতিটি সেশনের শেষে অংশগ্রহণকারীদের একটি প্রদর্শনী দিবসে সম্ভাব্য বিনিয়োগকারীদের উদ্দেশ্য তাদের প্রকল্প উপস্থাপনের সুযোগ দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, নির্বাচিত প্রতিটি প্রকল্প তাদের উদ্যোগ বাস্তবায়নের পুঁজি হিসেবে ১০ লক্ষাধিক টাকা পাবে।

এছাড়াও তারা গ্রামীণফোনের প্রধান কার্যালয়ে কাজ করার সুবিধা  ও প্রয়োজনীয় সব ধরনের লজিস্টিক সহায়তা পাবেন। প্রতিটি স্টার্টআপ প্রকল্পকে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞের পরামর্শ ও নির্দেশনা দেওয়া হবে।

অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অফিসার এরল্যান্ড প্রেস্টগার্ড বলেন, গ্রামীণফোনের লক্ষ্য প্রযুক্তি বিষয়ক উদ্যোক্তাদের ক্ষমতায়ন। জিপি অ্যাকসেলেটরের মাধ্যমে আমরা আমাদের স্থানীয় উদ্যোক্তাদের ক্ষমতায়নে সাহায্য করবো।

‘আইসিটি খাতে নেতৃস্থানীয় সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে সাধারণ মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে এমন প্রযুক্তিসেবা আনার জন্য আমরা আমাদের দক্ষতা ব্যবহার করে উৎসাহী স্টার্টআপ উদ্যোক্তাদের সহায়তা করার ব্যাপারে আগ্রহী। ’

ইকো সিস্টেম নির্মাতা হিসেবে উদ্যোক্তাদের সফল হতে কি লাগে সে ব্যাপারে প্রত্যক্ষ অভিজ্ঞতার কথা তুলে ধরে এসডি এশিয়ার সহ-প্রতিষ্ঠাতা সামাদ মিরালি বলেন, আমরা জিপি অ্যাকসেলেরেটর পরিচালনার দায়িত্ব নিয়েছি, যেন এর মাধ্যমে প্রতিভাবানদের উদ্ভাবনী কাজে আনা এবং তাদের উদ্ভাবনে সহায়তা করা যায়।
 
‘প্রতিষ্ঠাবান্ধব অ্যাকসেলেরেটর স্টার্টআপ উদ্যোক্তাদের জীবনের বন্ধুর পথ পাড়ি দিতে সহায়তা করবে এবং তাদের সফলতার পথে নিয়ে যাবে। ’

দেশে স্টার্টআপ ইকো সিস্টেম গড়ে তোলার পথে জিপি অ্যাকসেরেরেটর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেন মিরালি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জিপি অ্যাকসেলেরেটর দেশের স্টার্টআপ ইকোসিস্টেম উন্নয়নে একটি প্রয়োজনীয় পদক্ষেপ। গ্রামীণফোনের সুযোগ থাকবে প্রতিটি স্টার্টআপে সীমিতভাবে হলেও বিনিয়োগ করার। গ্রামীণফোন এসডি এশিয়াকে সঙ্গে নিয়ে স্টার্টআপগুলোর নতুন পণ্য ও সেবার উন্নয়নে তাদের পরামর্শ ও নির্দেশনা দিতে ঘনিষ্ঠভাবে কাজ করবে।

গ্রামীণফোনের ‘সবার জন্য ইন্টারনেট’ প্রয়াসের অধীনে স্থানীয় ডেভেলপার ও উদ্যোক্তাদের উৎসাহিত করতে বিভিন্ন সংস্থার সঙ্গেই কাজ করছে, যাতে তারা আরও বেশি প্রযুক্তি বিষয়ক উদ্ভাবনী সেবার সুযোগ তৈরি করতে পারে।

জিপি অ্যাকসেলেরেটর এমন একটি উদ্যোগ যার লক্ষ্য আইসিটি খাতে সর্বাধুনিক ও উপযোগী সেবা দিতে স্থানীয় স্টার্টআপ উদ্যোক্তাদের ক্ষমতায়ন করা।
আবেদনের জন্য উদ্যোক্তাদের http://www.grameenphoneaccelerator.com ওয়েবসাইট ভিজিট করতে হবে।

জিপি অ্যাকসেলেরেটরের প্রকল্প পরিচালক ফয়সাল কবির, এসডি এশিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠাতা মুস্তাফিজ খান, সহ-প্রতিষ্ঠাতা ও ফরচুনা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা এম ফায়াজ তাহের প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৪৫
এমআইএইচ/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।