বরিশাল: বরিশালে মাদক মামলায় এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয় তাকে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে বরিশাল জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রফিকুল ইসলাম এ রায় দেন।
তবে আসামি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পশ্চিম চরাদি এলাকার মৃত আব্দুর রশিদ খানের ছেলে মো. সজল ওরফে সুমন খান পলাতক রয়েছেন।
আদালতের বেঞ্চ সহকারী ফিরোজুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য জানান।
২০১৪ সালের ৮ আগস্ট বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল নতুন বাজার টেম্পুস্ট্যান্ড থেকে ২০ বোতল ফেনসিডিলসহ সুমন খানকে আটক করে। পরে জামিনে মুক্তি পান তিনি।
বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
এসআর