পাবনা: পাবনা-ঢাকা মহাসড়কে আতাইকুলা থানার ধর্মগ্রাম এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে মওলানা আব্দুর রহিম (৫৫) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। এ সময় রতন নামে এক ভ্যানগাড়ি চালক গুরুতর আহত হয়।
নিহত মওলানা আব্দুর রহিম আতাইকুলা থানার কাঁকলেখালি গ্রামের জহির উদ্দিনের ছেলে ও পুষ্পপাড়া কামিল মাদরাসার এবতেদায়ী শাখার প্রধান শিক্ষক।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম বাংলানিউজকে জানান, মাদরাসা থেকে মওলানা আব্দুর রহিম বাইসাইকেলে চড়ে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে পাবনা-ঢাকা মহাসড়কের ধর্মগ্রাম এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা পাবনা এক্সপ্রেস নামে একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এসময় পাশের একটি ভ্যানগাড়ির চালক রতন গুরুতর আহত হন।
আহত রতনকে পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক বাসটিকে কেউ ধরতে পারেনি।
এ ব্যাপারে আতাইকুল থানায় একটি মামলা হয়েছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
এসএইচ