ঢাকা, সোমবার, ১৯ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

পটুয়াখালীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
পটুয়াখালীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড ছবি: প্রতীকী

পটুয়াখালী: পটুয়াখালীতে স্ত্রীর শরীরে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার ঘটনায় নুর হোসেন কুট্টি নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক ইখতিয়ালুর ইসলাম মল্লিক এ রায় ঘোষণা করেন।



আদালত সূত্র জানায়, ২০০২ সালে জেলা শহরের স্বনির্ভর সড়ক এলাকার বাসিন্দা নুর হোসেন কুট্টি তার স্ত্রীকে যৌতুকের দাবিতে মারধর করেন। পরে স্ত্রীর শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে তার স্ত্রী গুরুতর আহত হয়ে কয়েকদিন পর ‍মারা যান।

পরে ওই ঘটনায় স্ত্রীর পরিবারের পক্ষ থেকে স্বামী কুট্টির বিরুদ্ধে মামলা করা হয়। দীর্ঘ শুনানি ও স্বাক্ষ্য-গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত মঙ্গলবার কুট্টির মৃত্যুদণ্ডের আদেশ দেয়।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।