ঢাকা, সোমবার, ১৯ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ২ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
বগুড়ায় ২ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ছবি: প্রতীকী

বগুড়া: বগুড়া সদর উপজেলায় হাড্ডিপট্টি এলাকায় অভিযান চালিয়ে ৬৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৭০ গ্রাম হেরোইনসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা। এ সময় নগদ ৮ হাজার ৩৩০ টাকা জব্ধ করা হয়।


 
উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ২৭ লাখ টাকা ও ইয়াবার মূল্য ৩ লাখ ২০ হাজার টাকা।  

গ্রেফতারকৃতরা হলেন -শহরের সুলতাগঞ্জ পাড়ার বেলালের ছেলে শাসছু ওরফে কানা শামছু ও হাড্ডিপট্টি এলাকার কালাম হোসেনের স্ত্রী মরিয়ম বেগম ওরফে ফাইমা।  

মঙ্গলবার (২৭অক্টোবর) বিকেলে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শহরের হাড্ডিপট্টি এলাকায় অভিযান চালায়। এ সময় তারা এসব মাদকদ্রব্য জব্দ ও  দুই জনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সদর থানায় একাধিক মামলা রয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
এমবিএইচ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।