ঢাকা: সাইবার ক্রাইমের আওতায় এক চাঁদাবাজ হ্যাকারকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)। আবদুল্লাহ আল ফাহাদ, ২১, নামের এ হ্যাকার বিভিন্ন সময়ে হ্যাকিংসহ বিভিন্ন ধরনের সাইবার অপরাধের মাধ্যমে চাঁদাবাজি ও প্রতারণা করে আসছিলেন।
সম্প্রতি বাংলানিউজটোয়েন্টিফোর.কমের ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা করে আবদুল্লাহ ফাহাদ এক লাখ টাকা চাঁদা দাবি করে। একটি ইমেইলে এ চাঁদা দাবি করার পর, তার সুত্র ধরে ফাহাদকে মঙ্গলবার সকাল ১১টার দিকে আটক করে র্যাব-৪ এর একটি দল।
রাজধানী উত্তরা থেকে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৪ এর কর্মকর্তা ওয়ারেস। প্রাথমিক জিজ্ঞাসাবাদের হ্যাকিংয়ের মাধ্যমে চাঁদাবাজির কথা স্বীকার করেছে আবদুল্লাহ ফাহাদ।
এ বিষয়ে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা বাংলানিউজের একটি মামলার প্রেক্ষিতেই ফাহাদকে আটক করা হয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা ওয়ারেস।
র্যাব’র ইন্টলিজেন্স বিভাগের একজন কর্মকর্তা জানান, আব্দুল্লাহ ফাহাদ সাইবার ক্রাইম সংক্রান্ত বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার প্রমাণ মিলেছে। একই বিষয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলছেন তিনি।
বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটি’র কম্পিউটার সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবদুল্লাহ ফাহাদ। তার বাবা একটি বাহিনীতে কর্মরত। এবং রাজধানীর উত্তরায় বসবাস করছেন বলেও জানান তিনি।
ফাহাদ জাস্টিন, গ্লেন ম্যাক্সওয়েল, হোসনে মোবারক এমন সব ছদ্মনাম ছাড়াও রেজাউল করিম, তাসমির খান ও আবদুল্লাহ ফাহাদ নামে তার বিভিন্ন পোস্ট থেকে সাইবার জগতে যৌনতা ছড়ানো, পিসি ও নেটওয়ার্কে ভাইরাস ছড়ানো ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েব সাইট হ্যাকিংয়ের প্রমাণ মিলেছে বলেও জানায় র্যাব।
বাংলানিউজ ছাড়াও এর আগে হ্যাকিংয়ের হুমকি দিয়ে অর্থ আদায় ও আদায়ের চেষ্টা করেছে আবদুল্লাহ ফাহাদ।
আইসিটি অ্যাক্ট এর ৫৬ ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
গত ১৯ অক্টোবর বাংলানিউজকে [email protected] এই ঠিকানা থেকে পরপর দুটি ই-মেইল করে নিউজ সাইট হ্যাক করার ঘোষণা দেয় ও ১ হাজার ডলার দাবি করে। বাংলানিউজকে নিষিদ্ধ বিটকয়েনের একটি কোড নম্বরে সেই অর্থ পাঠানোর কথা বলে। পরে আরেকটি মেইল করে এসএ পরিবহনের মাধ্যমে নিশাত রহমান, বাড়ি নং- ২৩, রোড ৩, বি-ব্লক, শাহজালাল উপশহর, সিলেট এই ঠিকানায় ১ লাখ টাকা চাঁদা দাবি করে তা না হলে সাইট বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। তারই ধারাবাহিকতায় হুমকি দিয়ে একই ই-মেইল থেকে আসতে থাকে আরও কয়েকটি ই-মেইল। ২০ অক্টোবর ভাটারা থানায় এ নিয়ে একটি সাধারণ ডায়েরি করে বাংলানিউজ। একই সঙ্গে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের নজরে আনে।
এরপর পুরো এক সপ্তাহ নজরদারিতে রেখে, আবদুল্লাহ ফাহাদকে মঙ্গলবার সকালে তার নিজ এলাকা উত্তরা থেকে আটক করে র্যাব।
র্যাব এর ডাইরেক্টর ইন্টলিজেন্স লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ বাংলানিউজকে বলেন, দেশে সাইবার ক্রাইম বাড়ছে, আর এ অবস্থায় অপরাধীদের আটকাতে র্যাবও তার সংশ্লিষ্ট বিভাগকে আরও আধুনিক ও যোগ্য করে গড়ে তুলছে। ফলে অপরাধীরা যতই গোপনে তার কার্যক্রম চালাক না কেন পার পাবে না।
সকল ধরনের তথ্য প্রমাণ নিশ্চিত হয়েই র্যাব আবদুল্লাহ ফাহাদকে আটক করেছে বলেও জানান তিনি।
র্যাব-৪ এর এএসপি আবদুল্লাহ ওয়ারেসের নেতৃত্বে একটি দল উত্তরা হাউজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
র্যাব-৪ এর অ্যাডজুট্যান্ট এএসপি মুজাহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, অপরাধী তার অপরাধের চিহ্ন রেখেই যায়, তাই তারা ধরা পড়েই যায়। আবদুল্লাহ ফাহাদও সে কারণেই ধরা পড়েছে।
র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মেজর শফিউল আযম সিদ্দিকী বাংলানিউজকে বলেন, দেশে ‘ইথিক্যাল হ্যাকার’দের পাশাপাশি উদ্বেগজনকভাবে বাড়ছে চাঁদাবাজ হ্যাকারদের সংখ্যা। ফেসবুক আইডি, সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাকিংয়ের হুমকি দিয়ে চাঁদাবাজি করছে এক শ্রেণীর অপরাধী চক্র। হয়রানি ও অর্থ আদায় করায় তাদের মূল টার্গেট।
বেশ কয়েকটি ছদ্মনামের আড়ালে আবদুল্লাহ ফাহাদ নিজেকে লুকিয়ে রাখলেও তার আসল চেহারা র্যাব উদঘাটন করেছে নিজস্ব ইন্টলিজেন্স ব্যবহার করে। ভবিষ্যতের যে কোনও এমন অপরাধ র্যাব বন্ধ করে অপরাধীদের ধরতে পারবে এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ইন্টলিজেন্স বিভাগের ওই র্যাব কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
একেএ/এমএমকে