ফরিদপুর: ফরিদপুরের দক্ষিণ ঝিলটুলীর একটি বাসা থেকে ১৮৩ বোতল ফেনসিডিলসহ মো. ইউনুছ ফকির (৪৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোরে দক্ষিণ ঝিলটুলীর সূর্য দীঘল বাড়ী নামে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-৮ এ কর্মরত সহকারী পুলিশ সুপার মো. হাফিজুল ইসলাম বাংলানিউজকে জানান, আটককৃত ইউনুছ পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘ দিন ধরে তিনি মাদক ব্যবসা করে আসছিলেন। তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে ফরিদপুর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
আরএম