ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা থেকে আরিফুল ইসলাম বাবু (২৩) নামে এক ডাকাতকে একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড তাজা কার্তুজসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার ভারত সীমান্ত ঘেঁষা অষ্টজঙ্গল এলাকার বিদ্যানগর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুর রহমান বাংলানিউজকে জানান, বাবুর বিরুদ্ধে কসবা থানায় একাধিক ডাকাতি ও গণধর্ষণের মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
বাংলাদেশ সময় : ১৭৩১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
আরএম