ঢাকা, সোমবার, ১৯ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

কালিগঞ্জে নির্মাণাধীন গেটের ছাদ ধসে দুই শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
কালিগঞ্জে নির্মাণাধীন গেটের ছাদ ধসে দুই শিশুর মৃত্যু

ঝিনাইদহ: ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার রাখালগাছী ইউনিয়নের সানবান্ধা গ্রামে নির্মাণাধীন একটি গেটের ছাদ ধসে চাঁদনী খাতুন (০৮) ও নিশি আক্তার (০৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

চাঁদনী ওই গ্রামের মিলন হোসেন মেয়ে এবং নিশি আকাল আলীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে শিশু চাঁদনীর নানা আবদুল আজিজের বাসার গেটের সামনে ওই দুই শিশু বসে খেলছিলেন। এসময় নির্মাণাধীন গেটের ছাদ ধসে পড়ে ঘটনাস্থলে নিশি মারা যায়। এসময় গুরুতর আহতাবস্থায় চাঁদনীকে কালীগঞ্জের একটি ক্লিনিকে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাখালগাছী ইউনিয়েনের চেয়ারম্যান মহিদুল ইসলাম বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করে জানান, চাঁদনীর নানা আবদুল আজিজের নির্মাণাধীন গেটের সামনে বসে খেলা করছিল। এসময় ওই গেটের ছাদ হঠাৎ ধসে পড়লে ওই দুই শিশু মারা যায়।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।