ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ওষুধের দোকান থেকে ৬৮৪ বোতল মদ জাতীয় পানীয় উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) রাতে উপজেলার কুটি ইউনিয়নের জাজিয়ারা এলাকার দীলিপ বর্মণের ফার্মেসি থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
এ ঘটনায় মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন। দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে দীলিপ বর্মণের ফার্মেসিতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ফার্মেসির মালিক দীলিপ বর্মণ পালিয়ে যান।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন বাংলানিউজকে জানান, উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৬৮ হাজার ৪০০ টাকা। মাদক বিক্রেতা দীলিপ বর্মণকে আটকের চেষ্টা চলছে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
এমজেড