ঢাকা, সোমবার, ১৯ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

বেনাপোলে ৫শ’ বোতল ফেনসিডিলসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
বেনাপোলে ৫শ’ বোতল ফেনসিডিলসহ আটক ২ ছবি: প্রতীকী

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৫শ’ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
 
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ২টার দিকে বেনাপোল পোর্টথানাধীন পুটখালী ইউনিয়নের শিকড়ী বলতলা থেকে তাদের আটক করা হয়।



আটক ব্যক্তিরা হলেন- রাজশাহীর বাঘা থানার বিনোদপুর গ্রামের কামাল হোসেনের ছেলে পলাশ পারভেজ (২৮) ও রাজশাহী মহানগরের ডিঙ্গাডোবা গ্রামের আকতারের ছেলে শিহাব (৩৪)।

বেনাপোল পোর্ট থানা পুলিশের উপপরিদর্শক(এসআই) মনির হোসেন জানান, দুপুরে দুই মাদক ব্যবসায়ী ব্যাটারি চালিত  ইজিবাইকে করে ফেনসিডিলের বড় একটি চালান নিয়ে পুটখালী সীমান্ত এলাকা থেকে বেনাপোল বাজারের দিকে আসছিলেন। খবর পেয়ে পুলিশ পুটখালীর শিকড়ী বলতলা এলাকায় অভিযান চালিয়ে ৫শ’ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করে।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।