গাজীপুর: গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাসের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক নারীর (৪৫) মৃত্যু হয়েছে। তার পরনে রয়েছে নীল রংয়ের ছেলোয়ার।
টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, মঙ্গলবার (২৮ অক্টোবর) দিনগত রাত ২টার দিকে টঙ্গী বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় অজ্ঞাত পরিচয় ওই নারী একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতাল নিয়ে যান।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়। হাসপাতাল থেকে মরদেহ মর্গে নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
আরএস/জেডএস