ঢাকা: সিরিয়াসহ মধ্যপ্রাচ্যের অন্য দেশে প্রতিরোধের মুখে পড়ে ইসলামি জঙ্গি সংগঠন আইএস ভারতীয় উপমহাদেশে তাদের নতুন জায়গা খুঁজছে। আমাদের এ অঞ্চলে জঙ্গি আগমনের রুট পশ্চিম এশিয়া।
বুধবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী মঞ্চ’ আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ আশঙ্কার কথা জানান।
সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী মঞ্চ’র সমন্বয়ক অজয় রায়ের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, অর্থনীতিবিদ খন্দকার ইব্রাহিম খালেদ, অধ্যাপক এম এম আকাশ, বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. নূর মোহাম্মদ তালুকদার, জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি আবদুল ওয়াহেদ, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমূল হক প্রধান, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য নূর আহমেদ বকুল প্রমুখ।
খন্দকার ইব্রাহিম খালেদ বলেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে মাদরাসা শিক্ষাকে আধুনিকায়ন করতে এর কারিকুলাম পাল্টাতে হবে। নতুন প্রজন্মের দিকে নজর দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস ও আমাদের ঐতিহ্যপূর্ণ ইতিহাস পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত দরকার।
অন্য বক্তারা বলেন, দেশ থেকে সাম্প্রদায়িকতার বিষবাষ্প হটাতে জঙ্গিবাদের আশ্রয় ও মদতদাতা বিএনপি-জামায়াত ও তাদের মিত্র মার্কিন সাম্রাজ্যবাদের ষড়যন্ত্র রুখে দিতে হবে। তাহলেই আমরা কাঙ্ক্ষিত সোনার বাংলা গড়ে তুলতে পারবো। ধর্মান্ধ-সন্ত্রাসী রাজনৈতিক দলগুলোর প্রত্যক্ষ ও পরোক্ষ মদতে দেশে ১১৯টি জঙ্গি-সন্ত্রাসী গোষ্ঠীর উত্থান ঘটেছে, যা দেশের জন্য অশনি সংকেত।
বক্তারা মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারের রায় দ্রুত কার্যকরের পাশাপাশি জামায়াত-শিবিরসহ সব জঙ্গিবাদী সংগঠনকে নিষিদ্ধ করারও দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এসএস/এএ