ঢাকা, সোমবার, ১৯ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

আশকোনায় দুই অস্ত্র ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
আশকোনায় দুই অস্ত্র ব্যবসায়ী আটক ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর উত্তরায় আশকোনা এলাকা থেকে দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে ৠাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (ৠাব-২) সদস্যরা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দিনগত রাত আড়াইটার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তলসহ দুই রাউন্ড গুলি ও দু’টি ম্যাগজিন উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ৠাব-২ এর অপারেশন অফিসার এএসপি ফেরদৌসি রহমান বাংলানিউজকে জানান, আটকদের নাম-পরিচয় পরে জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, ২৮ অক্টোবর, ২০১৫
এসজেএ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।