ঢাকা, সোমবার, ১৯ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

বগুড়ায় তথ্য অধিকার আইন নিয়ে মতবিনিময়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
বগুড়ায় তথ্য অধিকার আইন নিয়ে মতবিনিময় ছবি: আরিফ জাহান/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ায় তথ্য অধিকার আইন ও নৈতিকতা নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করা হয়েছে।
 
বুধবার (২৮অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।


 
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সুফিয়া নাজিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক খোরশেদ আলম।
 
মতবিনিময় সভায় জেলার সিনিয়র তথ্য কর্মকর্তা মজিবর রহমান, বগুড়া প্রেসক্লাবের সভাপতি যাহেদুর রহমান যাদু, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সহকারী মহাসচিব মির্জা সেলিম রেজা, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আখতারুজ্জামান, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি সৈয়দ ফজলে রাব্বী ডলার, বগুড়া সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক জে এম রউফ প্রমুখ বক্তব্য রাখেন।
 
বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এমবিএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।