ঢাকা, সোমবার, ১৯ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

মেট্রোরেলের ‍পাঁচটি রুটের প্রস্তাব, হচ্ছে বিআরটি, এক্সপ্রেসওয়ে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
মেট্রোরেলের ‍পাঁচটি রুটের প্রস্তাব, হচ্ছে বিআরটি, এক্সপ্রেসওয়ে ছবি: প্রতীকী

ঢাকা: মেট্রোরেলের জন্য ‍পাঁচটি রুট, দুটি বাস ৠাপিড ট্রানজিট (বিআরটি), ঢাকা মহানগরীকে ঘিরে তিনটি রিং ‍রোড ও ছয়টি এক্সপ্রেস ওয়ের প্রস্তাব করা হয়েছে।

বুধবার ১২ টা ৩৫ মিনিটে সিরডাপ মিলনায়তনে সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনা বিষয়ক (এফপিপি) কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের একথা ‍জানিয়ে  বলেন, জাইকার সহায়তায় আরএসটিপি সংশোধনের কাজ চূড়ান্ত পর্যায়ে পৌছেছে।



সংশোধিত আরএসটিপিতে মেট্রোরেলের ‍পাঁচটি রুট, দুটি বাস ৠাপিড ট্রানজিট (বিআরটি), ঢাকা মহানগরীকে ঘিরে তিনটি রিং ‍রোড ও ছয়টি এক্সপ্রেস ওয়ের প্রস্তাব করা হয়েছে।

মন্ত্রী জানান, মেট্রোরেল প্রকল্পের উত্তরা থেকে মতিঝিল শাপলা চত্বর পর্যন্ত আটটি প্যাকেজের মধ্যে ছয়টির দরপত্র আহ্বান করা হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে মেট্রোরেলের দৃশ্যমান কাজ শুরু হবে। ঢাকা মহানগরীর সকল সড়ক উত্তর ও দক্ষিণে হলেও পূর্ব পশ্চিমের যোগোযোগ বাড়াতে মেট্রোরেল রুট-৫ বাস্তবাযনের উদ্যোগ নেয়া হয়েছে। এ রুট গাবতলী থেকে শুরু হয়ে মিরপুর-১, মিরপুর-১৪ থেকে কামাল আতাতুর্ক এ্যাভিনিউ, মাদানী এ্যাভিনিউ, নতুন বাজার হয়ে ভাটারায় গিয়ে শেষ হবে। এ রুটের কামাল আতাতুর্ক এ্যাভিনিউ থেকে ভাটারা পর্যন্ত রুটটি হবে আন্ডারগ্রাউন্ড।

মন্ত্রী আরও জানান, মেট্রোরেল রুট-১ হবে শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হয়ে কুড়িল প্রগতি সরণি ও রামপুরা হয়ে কমলাপুর স্টেশনে গিয়ে শেষ হবে।

কর্মশালায় সভাপতিত্ব করেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য প্রফেসর জামিলুর রেজা চৌধুরী। কর্মশালাটির আয়োজন করে বিটিসিএ এবং জাইকা।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘন্টা, অক্টোবর ২৮,২০১৫
এসএ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।