ঢাকা, সোমবার, ১৯ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

আখাউড়ায় স্বর্ণের দোকানে চুরি

উপজেলা করেসপেন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
আখাউড়ায় স্বর্ণের দোকানে চুরি

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলায় একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে।

বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পৌর-শহরের সড়ক বাজারের পার্বতী স্বর্ণ শিল্পালয়ে এ চুরির ঘটনা ঘটে।



দোকান মালিক প্রেমচান কর্মকার বাংলানিউজকে জানান, সকালে দোকান খোলার পর প্রয়োজনীয় পানি আনতে দোকানের বাইরে যান। কিছুক্ষণ পর দোকানে ফিরে ক্যাশবাক্সের দু’টি তালা ভাঙা অবস্থায় দেখতে পান।

ওই সময়ের মধ্যে দোকানের স্বর্ণালংকারসহ নগদ টাকা চুরি হয়েছে বলে দাবি করেন তিনি। তবে তাৎক্ষণিকভাবে চুরি হওয়া স্বর্ণ ও নগদ টাকার পরিমাণ বিষয়ে কিছু জানাতে পারেননি প্রেমচান কর্মকার।  

স্বর্ণের দোকানে চুরির বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার বলেন, এ ধরনের ঘটনার কোনো খবর আমরা এখনও পাইনি।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।