ঢাকা, সোমবার, ১৯ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

বগুড়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারী সমন্বয় কমিটির মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
বগুড়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারী সমন্বয় কমিটির মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: জেলার শেরপুরে সরকারি কর্মকর্তা-কর্মচারী সমন্বয় কমিটির উদ্যোগে ছয় দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
 
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদের সামনে এই কর্মসূচি পালিত হয়।


 
কর্মসূচিতে উপজেলা সমন্বয় পরিষদের সভাপতি ডা. মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক ইমাম হাসিম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রহিম, প্রকৌশলী কে এম ওবায়দুর রহমান, শিক্ষক সমিতির নেতা আব্দুল মতিন, স্বাস্থ্য সহকারী আফজাল হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।

বক্তারা এ সময় সমন্বয় পরিষদের কেন্দ্রঘোষিত ছয় দফা দাবি অবিলম্বে বাস্তবায়নের দাবি জানান।
 
কর্মসূচিতে উপজেলার বিভিন্ন দফতরে কর্মরত বিসিএস ক্যডার, নন-ক্যাডার ও ফাংশনাল সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
 
বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এমবিএইচ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।