ঢাকা, সোমবার, ১৯ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় পানিতে ডুবে জমজ ভাইয়ের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
গাইবান্ধায় পানিতে ডুবে জমজ ভাইয়ের মৃত্যু

গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলার রাম চন্দ্রপুর ইউনিয়নের গড়দিঘি গ্রামে পুকুরের পানিতে ডুবে ইয়াসিন (২) ও ইয়াকুব (২) নামে দুই জমজ ভাইয়ের মৃত্যু হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।



রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, দুপুরে বাড়ির পাশের পুকুর পাড়ে খেলতে খেলতে ওই গ্রামের মধু মিয়ার ছেলে ইয়াসিন ও ইয়াকুব পানিতে ডুবে যায়। টের পেয়ে বাড়ির লোকজন শিশু দু’টিকে উদ্ধার করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।