নীলফামারী: নীলফামারী সদর উপজেলার রামগঞ্জ বাজারে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলার ঘটনায় মামলায় জেলা বিএনপির ৬২ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে নীলফামারীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিরা হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মোতাহারাত আখতার ভূঁইয়া জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে পাঠানো নেতাকর্মীদের মধ্যে রয়েছেন, সদর উপজেলা বিএনপির সহ সভাপতি আশরাফ আলী, লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপির সেক্রেটারি আব্দুল ওয়াহাব ও টুপামারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রহিম। বাকিরা স্থানীয় বিএনপির কর্মী ও সমর্থক।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা বাংলানিউজকে জানান, অভিযুক্ত ২১৭ জন আসামির মধ্যে বুধবারের ৬২ জনসহ মোট ৬৩ জন কারাগারে রয়েছেন। এছাড়া ৫৯ জন জামিনে এবং বাকিরা পলাতক রয়েছেন।
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায়ের প্রতিবাদে ২০১৩ সালের ১২ ডিসেম্বর জামায়াত-শিবির পলাশবাড়ি, লক্ষ্মীচাপ, টুপামারীসহ বিভিন্ন এলাকায় সহিংসতা চালায়। ১৪ ডিসেম্বর তৎকালীন সংসদ সদস্য ও বর্তমান সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান। তিনি ফেরার পথে তার গাড়িবহরে হামলা করে বিএনপি-জামায়াতের কর্মীরা। এতে আওয়ামী লীগের ৪ নেতাকর্মীসহ ৫ জন নিহত হন।
ওই ঘটনায় সদর থানার ওসি (তদন্ত) বাবুল আখতার বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় ২৫০০ জনকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ সদর উপজেলা জামায়াতের আমির প্রভাষক খায়রুল আনামকে প্রধান আসামি ও বিএনপি-জামায়াতের ২১৭ জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এসআর