ঢাকা, সোমবার, ১৯ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

সাভারে উপজেলা ক্যাডার সার্ভিসের কর্মকর্তাদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
সাভারে উপজেলা ক্যাডার সার্ভিসের কর্মকর্তাদের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): সিলেকশন গ্রেড ও টাইমস্কেল পুর্নবহালসহ উপজেলা পরিষদে হস্তান্তরিত ১৭টি দফতরের বেতন ভাতায় ইউএনও’র কর্তৃত্ব প্রদানের প্রতিবাদে সাভারে মানববন্ধন করেছে উপজেলা ক্যাডার সার্ভিসের বিভিন্ন সরকারি দফতরের পেশাজীবী কর্মকর্তা ও কর্মচারীরা।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন কর্মস‍ূচি অনুষ্ঠিত হয়।



মানববন্ধন থেকে অবিলম্বে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহাল, ইউএনও’র কর্তৃত্ব বাতিল এবং আন্তঃক্যাডার বৈষম্য নিরসন করার দাবি জানান বক্তারা। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।