সাভার (ঢাকা): জাতীয় বিদ্যুৎ সপ্তাহ ২০১৫ উপলক্ষে সাভারে বিষয়ভিত্তিক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সাভার বিশ্ববিদ্যালয় কলেজে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সাভারের বিভিন্ন স্কুল-কলেজের প্রায় ২২ জন শিক্ষার্থী বক্তৃতা প্রতিযোগিতায় অংশ নেয়।
প্রতিযোগিতায় প্রথন স্থান অধিকার করে বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আল আমীন। একই স্কুলের শিক্ষার্থী আরিফুর রহমান প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান দখল করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাভার বিশ্ববিদ্যালয় কলেজের ভাইস পিন্সিপাল সমির আলী ও পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর ডিজিএম আক্তারুজ্জামান লস্কর।
বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এমজেএফ/