ঢাকা, সোমবার, ১৯ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

সাভারে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে বক্তৃতা প্রতিযোগিতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
সাভারে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে বক্তৃতা প্রতিযোগিতা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): জাতীয় বিদ্যুৎ সপ্তাহ ২০১৫ উপলক্ষে সাভারে বিষয়ভিত্তিক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সাভার বিশ্ববিদ্যালয় কলেজে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।



সাভারের বিভিন্ন স্কুল-কলেজের প্রায় ২২ জন শিক্ষার্থী বক্তৃতা প্রতিযোগিতায় অংশ নেয়।

প্রতিযোগিতায় প্রথন স্থান অধিকার করে বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আল আমীন। একই স্কুলের শিক্ষার্থী আরিফুর রহমান প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান দখল করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাভার বিশ্ববিদ্যালয় কলেজের ভাইস পিন্সিপাল সমির আলী ও পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর ডিজিএম আক্তারুজ্জামান লস্কর।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।