সৈয়দপুর (নীলফামারী) : শান্তিপূর্ণভাবে নীলফামারী জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে তৌকির আহমেদ কেনেডি সভাপতি ও মোজাম্মেল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়া সহ-সভাপতি পদে মোফাখ্খার আলী স্বপন, সহ-সভাপতি পদে শহিদুল ইসলাম সরকার, সহ-সাধারণ সম্পাদক পদে নাজির আহমেদ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), কোষাধ্যক্ষ পদে মারুফ শেখ, দফতর সম্পাদক পদে গুলশাদ, সাংগঠনিক সম্পাদক পদে সিরাজুল ইসলাম মজনু, সড়ক সম্পাদক পদে মো. মোস্তফা ও তাহজিবুল আলম মিন্টু এবং কার্যকরী সদস্য পদে আতাহার হামিদ আরজু নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে ১১৯ জন ভোটারের মধ্যে ১১৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। দুটি প্যানেলে এই নির্বাচন অনুষ্ঠিত হলেও কোনো প্যানেলই নিরঙ্কুশ জয় লাভ করেনি।
ভোট গ্রহণ শেষে বুধবার (২৮ অক্টোবর) রাতে ফলাফল ঘোষণা করা হয়।
বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
এটি