ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ইবিতে রক্তদান কর্মসূচি পালিত

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
ইবিতে রক্তদান কর্মসূচি পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ইবি (কুষ্টিয়া): ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বৃহত্তর ফরিদপুর ছাত্র কল্যাণ সমিতির আয়োজনে নবীনবরণ, বিদায় অনুষ্ঠান ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে।
 
সন্ধানী ডোনার ক্লাবের সহযোগিতায় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয় টিএসসিসির সামনে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা রক্তদান করেন।
 
পরে বেলা ১১টা থেকে টিএসসিসি মিলনায়তনে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়।
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আফজাল হোসেন, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান প্রমুখ।
 
ইসমত জেরিন বিনতে নিজামের উপস্থাপনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বৃহত্তর ফরিদপুর ছাত্র কল্যাণ সমিতির সভাপতি ইমদাদুল হক সোহাগ। অনুষ্ঠানে নবীণ ও বিদায়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
 
পরে, দুপুর ২টার দিকে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ফরিদপুর থেকে আসা ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিল্পী গান, নৃত্য ও অভিনয় করেন।
 
বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।