গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কয়েকটি এলাকায় বিদ্যুৎ চুরি বন্ধে অভিযান চালিয়ে সাত গ্রাহকের কাছ থেকে ৭ লাখ ৫৬ হাজার ১৭৪ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান চলে।
জানা যায়, গাজীপুর পল্লীবিদ্যুৎ সমিতির কোনাবাড়ী জোনাল অফিস নিয়ন্ত্রণাধীন এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা শাহরিন মাধবী। এসময় কোনাবাড়ী জোনাল অফিসের ডিজিএম মো. মোকলেছুর রহমান ও ডিজিএম (টেকনিক্যাল) শেখ মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।
বিদ্যুৎ চুরির অভিযোগে গাজীপুরের বাইমাইল এলাকার তাসলিমা বেগমকে ১ লাখ ১৫ হাজার ৪১২ টাকা, বারেন্ডা এলাকার সুরুজ মিয়াকে ৩৪ হাজার ৯৭৪, মিজান মাতবরকে ২ লাখ ৩০ হাজার ৩২৪, মানিক মিয়াকে ১ লাখ ৩ হাজার ৯২১, নয়াপাড়া এলাকার মজিবুর রহমানকে ৯৮ হাজার ১৭৬, সারদাগঞ্জ এলাকার গোলজার হোসেনকে ২৩ হাজার ৪৮৩
ও রিয়াজ ভূইয়াকে ১ লাখ ৪৯ হাজার ৮৮৬ টাকা জরিমানা করা হয়।
কোনাবাড়ী জোনাল অফিসের ডিজিএম মো. মোকলেছুর রহমান বলেন, এর আগেও বিদুৎ চুরি বন্ধে অভিযান চালানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
এএ