সিলেট: ছয় বছর পর পুনরায় দখলমুক্ত হলো সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারের পানি প্রবাহের একমাত্র উৎস জল্লারখাল।
নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত খালটি যুগ যুগ ধরে দখল করে রেখেছিলো কয়েকটি পরিবার।
বৃহস্পতিবার (২৯অক্টোবর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মো. হাই জাকির নেতৃত্বে দখলদারদের উচ্ছেদে অভিযান চালায় সিলেট সিটি করপোরেশন। উদ্ধার করা হয় বে-দখল হওয়া সাড়ে ১২ ফুট প্রস্থের জল্লার খাল।
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সার্ভেয়ার আজহার গৌস বাংলানিউজকে বলেন, খালটি উদ্ধার জরুরি ভেবে ১/১১’র সময়ে খালটি দখলমুক্ত করা হয়। কিন্তু পরবর্তী সময়ে আবারও দখল করে বাসা নিমার্ণ করে ভাড়া দেয় দখলদাররা।
সম্প্রতি দখলদার সাবের খান, ফজলুল হোসেন, তফজ্জুল হোসেন, শাফি মিয়া, মীর হোসেন, লালমিয়া, শেফালি বেগম ও আনোয়ার বকসকে একাধিকবার নোটিশ দেয় সিটি করপোরেশন। কিন্তু জায়গার দখল ছাড়েননি তারা। যে কারণে অভিযান চালানো হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন সিসিকের প্রধান প্রকৌশলী এনামুল হাবিব, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, সহকারী প্রকৌশলী সামসুল হক, উপ সহকারী প্রকৌশলী বিজিত চন্দ্র দে ও ইসমাইলুর রহমান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
এনইউ/আরআই