ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে চলন্ত বাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৮

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
সাভারে চলন্ত বাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৮ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সাভারের ফুলবাড়িয়ায় তিতাস পরিবহনের যাত্রীবাহী একটি বাসে (ঢাকা মেট্রো ব ১১৩৭৬২) গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আট যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে ফুলবাড়িয়া লালন ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।



আহত ব্যক্তিদের সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালসহ আশপাশের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

সাভারের ট্রাফিক পুলিশ ইলিয়াস বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।

ওই বাসের যাত্রী মহিউদ্দিন খান তানভীর বাংলানিউজকে বলেন, বাসটি ইপিজেড থেকে মিরপুরে যাচ্ছিল। এর বেশির ভাগ যাত্রীই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে রওনা দেওয়া শিক্ষার্থী ও তাদের অভিভাবক। অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে বাসটি আইল্যান্ডের ওপরে উঠে যায় ও এর পেছনে থাকা গ্যাস সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।