মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে ৭৬ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটক দু’জন হলেন-গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের আকবার আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩০) ও একই গ্রামের আব্দুল জলিলের ছেলে লাভলু হোসেন (২৮)।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি জানান, বুধবার দিনগত রাতে উপজেলার হাড়াভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে দু’জনকে আটক করা হয়। গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক দু’জনের বিরুদ্ধে মামলাও করা হয়েছে।
আটক ওই দুই ব্যক্তির মাদক ব্যবসায়ের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে বলেও জানান জামাল উদ্দিন।
বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
টিআই