ঢাকা: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের প্রতিবাদে শুক্রবার বিকেল ৪টায় রাজধানীর শাহবাগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে গণজাগরণ মঞ্চ।
বৃহস্পতিবার বিকেলে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বাংলানিউজকে এ খবর জানান।
এর আগে বুধবার এক বিবৃতিতে লন্ডনভিত্তিক বিতর্কিত মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মন্তব্য করে, জামায়াত নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীকে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিটি) দেওয়া মৃত্যুদণ্ড ‘ন্যায়বিচারের আন্তর্জাতিক মানদণ্ড রক্ষায় ব্যর্থ’।
সরকার চাচ্ছে যুদ্ধাপরাধে দণ্ডিতদের মৃত্যুদণ্ড দ্রুত কার্যকর করতে, আর তাই তাদের আপিল (রিভিউ) দ্রুত হচ্ছে।
বিবৃতিতে বলা হয়, ‘জাতিসংঘ বলছে আন্তর্জাতিক অপরাধ আদালত ন্যায়বিচারের আন্তর্জাতিক মানদণ্ড রক্ষায় ব্যর্থ হয়েছে। ’
একই বিবৃতিতে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী মু্ক্তিযোদ্ধাদের বিচার হওয়া উচিত বলেও মন্তব্য করে অ্যামনেস্টি।
ওই বিবৃতির প্রতিবাদ জানিয়ে গণজাগরণ মঞ্চ বলছে, এমন বক্তব্য নি:সন্দেহে ঔদ্ধত্যপূর্ণ, উদ্দেশ্য প্রণোদিত। তারা যুদ্ধাপরাধের বিচার বাধাগ্রস্ত করতে চায়। এর প্রতিবাদে শাহবাগে শুক্রবার বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হবে।
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
জেডএম