ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

গাড়ি পোড়ানো মামলা

মাহমুদুর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
মাহমুদুর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন মাহমুদুর রহমান

ঢাকা: গাড়ি পোড়ানো মামলায় বন্ধ হয়ে যাওয়া দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ ৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) চার্জ শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী মাসুদ শেখ এ চার্জ গঠন করেন।

মামলার অন্যতম আসামিরা হলেন, আনোয়ারুজ্জামান ওরফে আনোয়ার কমিশনার, ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি লুৎফর রহমান।

চার্জ গঠনের পর মাহমুদুর রহমানকে তা পড়ে শোনানো হলে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। চার্জগঠনের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আনিসুর রহমান।

তিনি জানান, দণ্ডবিধির ১৪৩, ৪৩৫,৪২৭ ও ৩৪ ধারায় আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। চার্জ শুনানির জন্য মাহমুদুর রহমানকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছিল।  

মাহমুদুর রহমানের আইনজীবী আদালতে উপস্থিত থাকলেও তিনি নিজেই আদালতে শুনানি করেন। ‘বর্তমান আইনজীবীদের উপর আস্থা নাই’ আদালতকে জানিয়ে নতুন আইনজীবী নিয়োগ করে চার্জ শুনানির জন্য সময়ের আবেদন করেন তিনি।

কিন্তু মামলাটির ৬টি ধার্য তারিখে চার্জ শুনানির জন্য মাহমুদুর রহমানের পক্ষে সময়ের আবেদন করায় পুনরায় চার্জ শুনানির আবেদন বিচারক নাকচ করে দেন।

২০১৩ সালের ১৭ মার্চ ফার্মগেটের ফার্মভিউ সুপার মার্কেটের সামনে মালিবাগ থেকে গুলশানগামী ৬ নম্বর যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসটির চালক আনোয়ার হোসেন বাবু রাজধানীর তেজগাঁও থানায়  এ মামলাটি দায়ের করেছিলেন।

ঘটনাটি তদন্ত করে ২০১৪ সালের ২০ এপ্রিল তেজগাঁও থানার এসআই (উপপরিদর্শক) রাজিবুল ইসলাম মাহমুদুর রহমান, আনোয়ারুজ্জামান ওরফে আনোয়ার কমিশনার, ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি লুৎফর রহমানসহ ৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
এমআই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।