সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিমের নতুন কমিটিতে মারুফ হোসেন মিলন সভাপতি ও আল ইমরান সাধারণ সম্পাদক পদে ফের নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে সংগঠনটির কার্যালয়ে এক সভায় সর্ব সম্মতিক্রমে এই দু’জনকে নির্বাচিত করা হয়।
কমিটি গঠন অনুষ্ঠানে শ্যামনগর উপজেলা জনসংগঠন সমন্বয় কেন্দ্রের সভাপতি শেখ সিরাজুল ইসলাম, সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিমের উপদেষ্টা বিপ্রকাশ মন্ডল ও আব্দুল আলীমসহ সংগঠনের অর্ধশতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
‘আঁধার মুছে জ্বালবো প্রদীপ লক্ষ্য হৃদয় জুড়ে’ এই স্লোগানকে সামনে রেখে ২০০৯ সালে উপকূলীয় জেলা সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন শ্যামনগরে যুবকদের নিয়ে গড়ে ওঠে সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিম। তারপর থেকেই এই সামাজিক সংগঠনটি প্রান্তিক মানুষের কল্যাণে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করে যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
টিআই