যশোর: যশোরে অস্ত্র-গুলি ও ফেনসিডিলসহ কৃষ্ণ সাহানী (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মধ্যরাতে শহরের রেল রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
যশোর কোতোয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জামাল উদ্দিন বাংলানিউজকে বলেন, কৃষ্ণকে মদ্যপ অবস্থায় আটকের পর তার দেহ তল্লাশি করে একটি ওয়ান শ্যুটারগান, এক রাউন্ড গুলি ও ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত কৃষ্ণের বিরুদ্ধে সন্ত্রাসী হাঁস সোহেল হত্যা মামলাসহ নাশকতার কয়েকটি মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
আরএ