ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে অস্ত্র-গুলি ও ফেনসিডিলসহ যুবক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
যশোরে অস্ত্র-গুলি ও ফেনসিডিলসহ যুবক গ্রেফতার

যশোর: যশোরে অস্ত্র-গুলি ও ফেনসিডিলসহ কৃষ্ণ সাহানী (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মধ্যরাতে শহরের রেল রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি যশোর শহরের লোন অফিসপাড়া এলাকার রাজু সাহানীর ছেলে।

যশোর কোতোয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জামাল উদ্দিন বাংলানিউজকে বলেন, কৃষ্ণকে মদ্যপ অবস্থায় আটকের পর তার দেহ তল্লাশি করে একটি ওয়ান শ্যুটারগান, এক রাউন্ড গুলি ও ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত কৃষ্ণের বিরুদ্ধে সন্ত্রাসী হাঁস সোহেল হত্যা মামলাসহ নাশকতার কয়েকটি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।